
বিজ্ঞপ্তি : খুলনা সোনালী অতীত ক্লাবের সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার সকাল ১০টার দিকে মোংলা বন্দর যাওয়া পথে রূপসা বাইপাস সড়কে পিকআপ এর সংঘর্ষে তিনি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীর হোসেন নগরীর গবরচাকা হাজী বাড়ির মরহুম শেখ আতিয়ার রহমানের ছেলে। মরহুমের জানাযা নামাজ রাত সাড়ে ৯টায় পল্লীমঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে তাকে হাজী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীসহ এসোসিয়েশনের কার্যনিবাহী পরিষদের সকল নেতৃবৃন্দ।