
পাইকগাছা অফিস : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, জলবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল খনন কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। সোববার সকাল ১১ টায় কপিলমুনির সিলেমানপুর চরের বিল মাইক্রো ওয়াটারসেড প্রকল্পের আওতায় খাল পুনঃ খনন এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি এক ইঞ্চি জমিও পতিত থাকবে না। এ ঘোষনা বাস্তবায়নে তিনি পাইকগাছা-কয়রার হাজার-হাজার বিঘার লবণ পানি বদ্ধ চিংড়ি ঘেরে চলতি মৌসুমে মাছের সাথে ফসল উৎপাদনের জন্যে ঘের মালিক ও জমির মালিকদের প্রস্তুতি নিতে বলেন। লবণ পানি ও মিষ্টি পানি দু’শত্রু এক সঙ্গে চলতে পারেনা এমন মন্তব্য করে এমপি-সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন এমন ধরনের সাংঘর্ষিক পরিকল্পনা যেন গ্রহণ না করা হয়। তিনি আরোও বলেন, ঘেরের জমিতে শ্রমঘন শিল্প ধান চাষ হলে এলাকার গরীব মানুষের কাজের সন্ধ্যানে অন্য জেলায় যেতে হবে না, বেকারত্ব দুর হবে, খাদ্য ঘাটতি থাকবে না, তেমনি জমির স্বাস্থ্যও ভালো থাকবে। নেদারল্যান্স দুতাবাসের আর্থিক সহয়তায় ৬ লাখ টাকা ব্যয়ে ১.৬ কিঃ.মিঃ দৈর্ঘ্য, ২৬ ফুট প্রস্থ ও ৮ ফুট গভীরতায় খালের পুনঃ খনন হলে পানি সাশ্রয়ী প্রযুক্তির প্রসার ঘটবে ও এলাকার প্রায় এক হাজার বিঘার কৃষি জমিতে আমন-বরো মৌসুমে ফসল ফলানো সম্ভব হবে। কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজীর সভাপতিত্বে খাল খনন উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, প্রকল্পের সিনিয়র প্রোগ্রামার অফিসার ড.এসএম ফেরদৌস, ম্যানেজার কৃষিবিদ ড.নাজমুল নাহার,প্রোগাম অফিসার ধীমান গাইন। প্রভাষক আ. হালিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, অব. প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক আ. হালিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার জোয়াদ্দার, অব. প্রধান শিক্ষক মো. মোস্তফা কামরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, শিক্ষক জিএম শামসুর, এলাহী বক্স, ইউপি সদস্য বদরুল মোড়ল, খাল খনন কমিটির সভাপতি গৌতম বিহারী ঘোষ, সেক্রেটারি জামাল গাজী, সিরাজুল ইসলাম, সুজায়েত হোসেন, সামছুর রহমান, নিজাম শেখ, সামাদ মোড়ল, সাধন বিশ্বাস, শহিদুল সরদার, সাইফুল ইসলাম, সুলেমান আলী, ফিরোজ আহমেদ, আজিজুল শেখ, জামাল মোড়ল, জসিম মোড়ল, খায়রুল ইসলাম, আজিম উদ্দিন, মজিদ সরদার, আলীমুদ্দিন মিস্ত্রী, ইকবাল সানা , বেলাল সরদার, ফারুক হোসেন, আকিমুদ্দীন মোড়ল, শহর আলী গাজী, মুজিবর সানা, আশরাফ গাজী সহ অনেকে।