
জন্মভূমি রিপোর্ট : জিকেবিএসপি প্রকল্পের আওতায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমস্যাক্লিষ্ট মাটি ব্যবস্থাপনার উপর দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ হলে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সভাপতিত্ব করেন জি, এম, মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্র্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জাকিয়া সুলতানা। বক্তৃতা করেন জিকেবিএসপি প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস। এতে কৃষি সম্প্র্রারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। আজ সোমবার এই প্রশিক্ষণ শেষ হবে।