বিজ্ঞপ্তি : খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্যদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে খুবই আন্তরিক। সাংবাদিকদের কল্যাণার্থে তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। যা থেকে প্রতিবছর অসুস্থ, অস্বচ্ছল সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হচ্ছে। নি:সন্দেহে এটি একটি মানবিক উদ্যোগ। যার ধারাবাহিকতায় করোনাকালে সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এসব উদ্যোগের কথা সাধারণ মানুষের কাছে প্রচার করতে হবে। এজন্য সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ নিজ নিজ গণমাধ্যমে তুলে ধরা উচিত।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। কেইউজে সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, মোহাম্মদ আলী সনি, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মল্লিক সুধাংশু।
এসময় আরও উপস্থিত ছিলেন আলমগীর হান্নান, দিলীপ বর্মণ, শেখ আব্দুল হামিদ, এস এম মনিরুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শেখ আব্দুল হালিম, ওয়াহেদ উজ জামান বুলু, দেবব্রত রায়, রাশিদুল ইসলাম বাবলু, বাপ্পী খান, এস এম ফরিদ রানা, শামীম আশরাফ শেলী, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, তিতাস চক্রবর্তী, গাজী মনিরুজ্জামান, বাবুল আক্তার, রীতা রানী দাস, আমজাদ আলী লিটন, শেখ লিয়াকত হোসেন, মেহেদী মাসুদ খান, এম এম মিন্টু, এস এম বাহাউদ্দিন, সাগর সরকার, হেলাল মোল্লা, সোহেল রানা, রাজু সাহা বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের ৯২ জন সদস্যকে ১০ হাজার টাকা করে মোট ৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত