
জন্মভূমি রিপোর্ট : নগর পুলিশের মাদক বিরোধি অভিযানে মাদক ৪জন কারবারিকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় এদের গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সূত্র জানিয়েছেন, বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রমজান, মোঃ শহিদুল ইসলাম ওরফে লুলু, মোঃ রিয়াজ শেখ এবং মোঃ সাগর মুন্সীকে গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ৪টি মামলা করা করা হয়েছে।