জন্মভূমি ডেস্ক : ভূমি ব্যবহারের ছাড়পত্র এবং নকশা অনুমোদনের জন্য নগরবাসীকে দীর্ঘ ভোগান্তি এবং ক্ষেত্রবিশেষ নাজেহাল হতে হয়েছে। নগরবাসীর এ সকল ভোগান্তি দূরীকরণে নাগরিক সেবা সহজিকরণ ও সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) অনলাইনে ভূমি ব্যবহারের ছাড়পত্র প্রদান ও নকশা অনুমোদনের উদ্যোগ গ্রহণ করেছে । কেডিএ এ সংক্রান্ত একটি ওয়েবসাইট চালু করেছে। (www.kda.gov.bd) ওয়েব সাইটটিতে ঢুকে ভূমি ব্যবহার এবং ইমারতের নকশা অনুমোদনের জন্য নগরীর সেবাগ্রহীতাগণ এবং কেডিএ’র নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহ আবেদন করতে পারবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত