জন্মভূমি রিপোর্ট : ভবন নির্মাণের পূর্বে ড্যাপের নির্দেশনা এবং ইমারত নির্মাণ আইন যথাযথভাবে অনুসরণ করে অনুমোদিত প্ল্যাণ অনুযায়ী ভবন নির্মাণে সকলকে আহবান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আরাচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। এসময়সংসদ সদস্য বুলেন, সঠিকভাবে ইমারত নির্মাণ না হলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
সোমবার বেলা ১১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তত্বাবধানে নগর উন্নয়ন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সহযোগিতায় বিজয়গাথা কমিউনিটি সেন্টারে একটি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়।
কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের বিভিন্ন বিভাগ/ডিসিপ্লিনের অধ্যাপকগণ, পুলিশ সুপার, বাংলাদেশ ইন্সস্টিটিউট অব প্ল্যানার্স, ইন্সস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সস্টিটিউট অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ, সুশীল সমাজেএর প্রতিনিধিগণ, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকগণ এবং কেডিএ’র সকল ১ম শ্রেনির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে কেডিএ’র প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধিতে কেডিএ’র সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। এছাড়া সমাজের সকল শ্রেনির মানুষকে পরিকল্পিত নগরায়নে নিজ-নিজ অবস্থানে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। এছাড়াও মংলা ও নওয়াপাড়ায় ইমারত নির্মাণ ও ড্যাপের নির্দেশনার বিষয়ে ব্যাপক প্রচারণার জন্যও অনুরোধ করেন।
সম্মানিত অতিথি হিসেবে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন বলেন, একতলা হতে বহুতল যে কোন ভবন নির্মাণের পূর্বে ড্যাপের নির্দেশনা এবং ইমারত নির্মাণ আইন যথাযথভাবে অনুসরণ করে অনুমোদিত প্ল্যাণ অনুযায়ী ভবন নির্মাণে সকলকে আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। এছাড়াও বিশ্ব বসতি দিবস উপলক্ষে কেডিএ অফিস ভবনে ১-৫ অক্টোবর ২০২৩ সেবা সপ্তাহ চালু করা হয়েছে। এখানে যে কেউ কেডিএ সংক্রান্ত যে কোন বিষয়ে তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য প্রচারনার জন্য কেডিএর কর্মকর্তা/কর্মচারীগণ ৩টি ট্রাকে করে খুলনা মহানগরের প্রধান-প্রধান স্থান প্রদক্ষিণ করে ব্যাপক প্রচারনা করে।