
জন্মভূমি রিপোর্ট : কেডিএ অধিগ্রহণকৃত জমিতে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
সূত্র জানান, খুলনা মেট্রোপলিটন সীমানার মধ্যে সোনাডাঙ্গা ও খানজাহান আলী থানার আওতাধীন কেডিএ মুজগুন্নি প্রধান সড়ক বয়রা অংশ বানিজ্যিক কাম-আবাসিক এলাকার ১১৬ নং প্লট এবং শিরোমনি শিল্প এলাকার রাস্তার পাশে অবৈধ স্থাপনা বিদ্যমান ছিল। উচ্ছেদ করে প্লটটি বরাদ্দ গ্রহীতাকে সরেজমিনে দখল প্রদান করা হয় এবং রাস্তার পাশের জমি কেডিএ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ সমসয় বৈষয়িক কর্মকর্তা এম এ কে সাদসহ কেডিএ’র কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।