
জন্মভূমি রিপোর্ট : খুলনার ডুমুরিয়া উপজেলার কূলটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সাংবাদিক এবং ঈগল প্রতীকের এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে গণনার সময় উপস্থিত থাকতে চাইলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সনাতন সরকার স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট এবং সাংবাদিকদের একটি টিমকে বের হয়ে যেতে বলেন। এ সময় তারা গণনায় থাকার আইনি ভিত্তি রয়েছে উল্লেখ করলে নৌকা প্রতীকের সমর্থক দুই-তিন শতাধিক যুবক সেখানে এসে বিশৃঙ্খলা শুরু করে। একপর্যায়ে সাংবাদিকরা সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য হন। ওই কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগ করেছেন ঈগল প্রতীকের প্রার্থী আকরাম হোসেন। একই সঙ্গে তিনি সেখানে নৌকা প্রতীকের সমর্থকরা ভীতিকর পরিস্থিতি তৈরি করে বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আলম প্রিজাইডিং অফিসারকে তার রেফারেন্স দিয়ে জানাতে বলেন। গণনার সময় সেখানে এজেন্ট এবং সাংবাদিকদের থাকার আইন রয়েছে।