এক সপ্তাহের মধ্যে অন্তত ছয়টি ছবি পোস্ট করেছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। তাঁর ছবিতে সাধারণত ভক্তদের লাইকের কোনো কমতি হয় না, এগুলিতেও হয়নি। কিন্তু এই ছবিগুলির একটিতেও তাঁকে মাস্ক পরে দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তা কতটা উচিৎ, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর সম্ভাব্য সেই প্রশ্নের উত্তরও ঘুরিয়ে দিয়েছেন সানিয়া।
একটি ছবিতে সানিয়াকে দেখা যাচ্ছে, কালো কোট, হাই বুট, হাতে সবুজ একটি ব্যাগ নিয়ে, সানগøাস পরে পোজ দিতে। এই সব অ্যাক্সেসরিজের সঙ্গে এই পরিস্থিতিতে যেটি এখন সব থেকে জরুরি ছিল, সেই মাস্ক কিন্তু নেই তাঁর মুখে। আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন সানিয়া, যেখানেও তাঁকে সুসজ্জিত অবস্থায় ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, ছবিগুলিও ঘরের বাইরে কোনো জায়গায় তোলা। একটিতে তো আবার অন্য তিন নারীর সঙ্গে দেখা গেল তাঁকে। কিন্তু কোনও ছবিতেই তাঁকে বা তার সঙ্গীদের মুখে মাস্ক দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন উঠতেই পারে, কেন করলেন এমন কাজ?
আসলে ছবিগুলি এখনকার নয়, এগুলি করোনার প্রকোপ শুরু হওয়ার আগে তোলা। ফলে তখন মাস্ক পরার কোনও প্রয়োজন ছিল না। তাই প্যারিসের কোনও ক্যাফেতে কফি খেতে গিয়ে যে ছবি তুলেছিলেন, সেখানে মাস্কের উপস্থিতি থাকবে না, সেটাই স্বাভাবিক।