কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ২৭ বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে এলাকা বাসির দাবি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর -৬ কেশবপুর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য তরুণ প্রজন্মের আস্থা ও অহংকার মোঃ আজিজুল ইসলাম এমপি মহোদয় কৃষকের কথা চিন্তা করে মানুষের কল্যাণে কাজ করার জন্য আজ সকালে ছুটে যান ২৭ বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে।
যশোর জেলার অন্তর্গত কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলে অবস্থিত ২৭টি বিল। ওই সমস্ত বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। বিলে ধানী জমির পরিমাণ ৮৮ হাজার হেক্টর। দীর্ঘ কয়েক বছর যাবৎ এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ী রূপ লাভ করেছে। নদী ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় গত বছর ২৭ বিলে প্রায় ৫০ ভাগ এলাকায় বোরো আবাদ হয়নি। এবারও বোরো আবাদ না হওয়ার সম্ভাবনাই বেশি। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলজ, বনজ ও সবজি ক্ষেত। ফলে মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, গোখাদ্য ও সামাজিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব পড়ছে। বেশ কিছু দিন আগেও
২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি দেওয়া হয়েছিল
১৪ দফা দাবির ভেতর রয়েছে- কেশবপুরের বিলখুকশিয়ার ডায়েরখালি খালের ৮ ব্যান্ড স্লুইস গেট সংলগ্ন শ্রীহরি নদী জরুরি ভিত্তিতে খনন, পানি নিষ্কাশনে সকল খালের বাধাসমূহ অপসরণ, শ্রীহরি নদীর অববাহিকায় যে কোন একটা বিলে জোয়ারাধার (টিআরএম) প্রকল্প চালু, সকল নদী দখল মুক্ত, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, জলাবদ্ধ অঞ্চলে বিভিন্ন পানিবাহিত রোগের চিকিৎসা বিনা খরচে করা। তিনি জলাবদ্ধতা নিরাশনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
কেশবপুরের জলাবদ্ধতা নিরসনে এমপির হস্তক্ষেপ কামনা
Leave a comment