কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর আশ্রয়ণ-২ প্রকল্প ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। সোমবার ১১ জুন সকাল ১১ টায় কেশবপুর উপজেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্যক্রমটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে । মাননীয় প্রধানমন্ত্রী৷ শেখ হাসিনা এই প্রকল্প শুভ উদ্বোধনের পর কেশবপুর উপজেলার আলতাপোল আশ্রয়ণ প্রকল্পের ৮০ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন উপজেলা শিশু একাডেমি শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর হোসেন। আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু সহ সাংবাদিক ও কেশবপুর উপজেলা বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।