
জন্মভূমি ডেস্ক : যশোরের কেশবপুরে স্কুল সহপাঠীর সহযোগিতায় অপহরণের হাত থেকে রক্ষা পেল তৃতীয় শ্রেণীর ছাত্র রুপম মল্লিক। এব্যাপারে ৯ আগষ্ট রাতে থানায় অভিযোগ করেছে তার পিতা সাংবাদিক সুশান্ত মল্লিক।
অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক সুশান্ত কুমার মল্লিকের (৪৬) ছেলে কেশবপুরের কাঁস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র রুপম মল্লিক (৯) ও তার বন্ধু একই ক্লাসের ছাত্র তোফাজ্জেল হোসেন তুফান (৯) বাইসাইকেল যোগে বিকাল অনুমান ৩ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাঁস্তা গ্রামের নাসিরুল মোড়লের রাইচ মিলের সামনে ইটের সোলিং সড়কের উপর পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি নীল রংয়ের ইজিবাইক (যার পিছনে ওঝ লেখা ছিল) তাদের গতি রোধ করে ইজিবাইকের মধ্যে থাকা অপরিচিত ৩ যুবক, শিক্ষক সুশান্ত কুমার মল্লিকের ছেলে রুপম মল্লিকের হাত ধরে টেনে নিয়ে জোর পূর্বক ওই ইজিবাইকের মধ্যে তোলে। এসময় রুপমের সাথে থাকা তার বন্ধু তোফাজ্জেল হোসেন তুফান চিৎকার চেচামেচি শুরু করলে অজ্ঞাতনামা ঐ ব্যক্তিরা ইজি বাইকের ভিতর থেকে রুপমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে, কেউ বুঝে ওঠার আগেই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তিতে রুপম মল্লিককে তার পিতা চিকিৎসার জন্য তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর বিষয়টি তিনি তার নিকট আত্নীয়দেরকে আবহিত করার পর এ ঘটনায় কেশবপুর থানার একটি অভিযোগ করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।