কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ব্রক্ষকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা মল্লিকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৪ ফেব্রুয়ারি সকালে ব্রক্ষকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল চত্বরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউআরসি কর্মকর্তা রবিউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহির উদ্দীন প্রমুখ।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দনা মল্লিক ২০ এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষার্থী বৃন্দরা।নভেম্বর ১৯৮৩ সালে বরনডালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরীতে যোগদান করেন। চাকরি জীবনে শেষ কর্মস্থল ছিল ব্রক্ষকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দনা মল্লিক কে সন্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত