
আশরাফুজ্জামান, কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৮৪ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে পাবলিক ময়দানে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী অধ্যাপক মশিউর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়।অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক, চাদর ও ফার্ষ্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মগ প্রদান করেন। সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকেরা এসব উপহার পেয়ে আনন্দের অনুভূতি প্রকাশ করেন। রাতে স্হানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠান টি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।