কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠন কেশবপুরের সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিফাত হোসেন মিরাজ প্রমূখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সকল শহিদদের স্বরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর করির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এস শাহীন আহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কেশবপুরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Leave a comment