কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমপি আজিজুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়। ১৪ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কেশবপুর উপজেলা প্রশাসন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে এবং কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলমের সঞ্চালনা এই অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর -৬ কেশবপুর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য তরুণ প্রজন্মের আস্থা ও অহংকার মোঃ আজিজুল ইসলাম এমপি। উপস্থিত কেশবপুর উপজেলা সকল দপ্তরের কমকর্তা গনের উদ্দেশ্যে তিনি বলেন কেশবপুর কে সামনে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি আরো বলেন কেশবপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, নিয়োগ বাণিজ্য বন্ধ করে মডেল উপজেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করছি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার,উপজেলা শিশু একাডেমি শিশু কর্মকর্তা বিমল কুন্ড, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খাঁন প্রমুখ।
কেশবপুরে এমপি আজিজুল ইসলামকে সংবর্ধনা প্রদান
Leave a comment