কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সার্ব্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা মানববন্ধন পালিত হয়। ১ জুন বিকাল ৫ টায় ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কেশবপুরের ২০০ বছরের পুরাতন কেন্দ্রীয় সার্ব্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে ৮ মে বুধবার রাতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছিল। মন্দিরে কালী মুর্তির মাথার সোনার মুকুট, চেইনসহ প্রায় ১৫ ভরি স্বর্ণের গহনা এবং কিছু শাড়ী নিয়ে গেছে চোরেরা।
মায়ের মুটুক সোনার ৬ ভরি, সিতা হার ২ ভরি সোনার চেইন ৪টা, কানের দুর একজোড়া, সোনার, কোমর বিছা একটা রুপার, নুপুর দশ জোড়া রুপার অলংকার হারাধন ১৩ ভরি। সিসিটিভি হার্ডডিক্স সহ সর্বমোট আনুমানিক ১৭/১৮ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়। মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী ঐ দিন রাত আট পর্যন্ত মন্দিরে ছিলো। পরের দিন সকালে তত্ত্বাবধায়ক অসিম সেন মন্দিরে প্রবেশ করেন এবং চুরির ঘটনাটি নিশ্তিত হন। পরে বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে অবহেলিত করেন। মন্দির চুরির বিষয়টি শুনার পর কেশবপুর সর্ব শ্রেণীর পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে কেশবপুর ও মনিরামপুর এএসপি সার্কেল কাজী দাউদ হোসেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, তদন্ত ইন্সপেক্টর দেবাশীষ রায় ও পৌর সভার বিটঅফিসার এস আই শাহীন, এস আই আবুল হোসেন, থানা ডি এস বি ইন্সপেক্টর মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনকালে চুরির খোয়া যাওয়া যাবতীয় মালামাল উদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানান। কিন্তু চুরির ঘটনাটি আজ ২৩/২৪ দিন অতিবাহিত হওয়ার পরও তার কোন সঠিক তথ্য উদঘাটন না হওয়া এই ঘটনার সাথে কারা জড়িত কোন কিছুই অগ্রগতি না হওয়ায় ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি এ্যাডঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে ১ জুন শনিবার কেশবপুর ত্রিমহিনী মোড়ে বিকাল ৫ টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং তিনি তার বক্তব্যে এই চুরির সাথে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় এনে দ্রুত বিচারের আহ্বান জানান । উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সাহা, মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক কুমার সেন, পলাশ সিংহ, কার্তিক রায়, অলোক বসু প্রমূখ।
কেশবপুরে কালী মন্দিরে চুরির ঘটনায় মানববন্ধন
Leave a comment