
কেশবপুর প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে যশোরের কেশবপুরে হাসানপুর মাঠ থেকে কিবরিয়া (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে কিবরিয়া, বুধবার রাত ১২টার দিকে হাসানপুর বাজার থেকে বাড়ি যায়। এরপর খাওয়া দাওয়া শেষে ওই রাতে তাদের বাড়ির পাশে হলুদের ক্ষেত দেখতে মাঠে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। এলাকাবাসী বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে হলুদের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরন করেছে। ধারনা করা হচ্ছে কে-বা কারা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ হলুদ ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়।
নিহতের খালু হযরত আলি বলেন, বুধবার রাত ১২টার দিকে বাজার থেকে ফিরে কিবরিয়া হলুদের ক্ষেত দেখতে যায়। এরপর সকালে তার লাশ পাওয়া গেছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় কুমার দাস বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসানপুর মাঠ থেকে কিবরিয়া নামে এক কৃষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।