জন্মভূমি ডেস্ক : ‘সবার আগে সুশাসন জনসেবায় প্রশাসন‘ এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি সোভাযাত্রা বের করা হয়। সোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদের সঞ্চালোনায়, আলোচনা সভায় বক্তত্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সাংবাদিক শামিম আক্তার মুকুল, কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আবুল হোসেন ও আনছার ও ভিডিপি কর্মকর্র্তা (ভারপ্রাপ্ত) দেবাশীস দাশ প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত