কেশবপুর প্রতিনিধি : যশোর জেলার কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই বাজেট ঘোষণা করা হয়। প্রধান অতিথি ছিলেন ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। উপস্থিত ছিলেন ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দসহ আরও অনেকে। সম্ভাব্য লিখিত বাজেট ঘোষণা করেন ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। বাজেট প্রণয়ন করেন ইউপি সচিব মোঃ ইমরান শেখ। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার ৮শ’ ২৪ টাকার আয়/প্রাপ্তি, মোট ব্যয় ১ কোটি ৭২ লক্ষ, ৩০ হাজার, ৮শ’ ২৪ টাকা এবং উদ্বৃত্ত ২ লক্ষ ৭৪ হাজার টাকার বাজেট উপস্থাপন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত