জন্মভূমি রিপোর্ট : কেশবপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিত্রুি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে সোমবার ১১ ডিসেম্বর বিকেলে কেশবপুর শহরের বড় কাঁচা বাজারে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন। এসময় বড় বাজারে পেঁয়াজ ব্যবসায়ী জিয়াউর রহমান কে ৪ হাজার টাকা ও হাসান কবির কে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন,কেশবপুর থানার এসআই হাসান সহ থানার পুলিশ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত