কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর বিকাল চার টায় অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ উপজেলার পাঁচ জন নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। সম্মাননা পাওয়া জয়িতারা হলেন- উপজেলার মাদারডাঙ্গা গ্রামের শাহিদা বেগম, ভোগতী নরেন্দ্রপুর গ্রামের টুম্পা সাহা, পাঁজিয়া গ্রামের শ্রাবনী ঘোষ, মজিদপুর গ্রামের খাদিজা বেগম ও মাগুরাডাঙ্গা গ্রামের নাজমা সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। এর আগে দিবসটি উপলক্ষে শহরে র্যালি করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত