
কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পৌর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পর্যায়ে কেশবপুর পৌর কৃষক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান।
একইদিনে বিকেলে কেশবপুর উপজেলার ৬নং সদর ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৬নং সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেশবপুর পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন কৃষক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বিকাশ দাস, আব্দুল আজিজ, সোহেল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ। এদিকে উপজেলার প্রতিটি ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে নিজ-নিজ ইউনিয়নে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পর্যায়ে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।