কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান পরিচালিত স্বাস্থ্য সেবা কর্মসূচির আওতায় সমাধান হেলথ সেন্টারের উদ্যোগে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের গোপালপুর বাজারের মাইশা ফার্মেসী কেন্দ্রে ১৭ অক্টোবর বৃহস্পতিবার একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুই জন পৃথক ডাক্তার এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ রোগ ও শিশু রোগের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা সেবা প্রদান করেন গাজী মেডিকেল কলেজ, খুলনার সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সোহানুর রহমান ও আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনার মেডিকেল অফিসার (শিশু বিভাগ) ডাঃ মোঃ মেহেদী হাসান রিপন। যে সকল রোগের চিকিৎসাসেবা দেয়া হয়েছে যেমন শিশু রোগ, ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিক আলসার, বাত-ব্যথা, শ্বাসকষ্ট, এলার্জি, থাইরয়েড, চর্ম ও যৌনসহ অন্যান্য সাধারণ রোগ।
ক্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সমাধান এর উপ-পরিচালক সফিউল ইসলাম, সিনিয়র ম্যানেজার মুনছুর আলী, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম, ডাঃ ইদ্রিস আলী, পাঁজিয়া ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মাহবুবুর রহমান, সমাজসেবক মাস্টার ওমর আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সর্বমোট ১৭৭ জন রোগীকে বিনা মূল্যে এই ক্যাম্পের মাধ্যমে চিকিৎিসা সেবা প্রদান করা হয়।
কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Leave a comment