কেশবপুর প্রতিনিধি : যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান শহীদ আবু বকর আবু’র রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন মজিদপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।
বৃহস্পতিবার সকালে শহীদ আবু বকর আবু’র কবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হুমায়ুন কবির পলাশ, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আবদুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, বিএনপি নেতা আলাউদ্দিন মোড়ল, মাস্টার রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য মোহাম্মদ আলী, জিয়াউর রহমান, লুৎফর রহমান, বিল্লাল হোসেন, হিরন হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন, গ্রাম পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান।
উল্লেখ, আবু বকর আবু ৯০ যশোর- ৬ (কেশবপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লাভের জন্য ২০২৮ সালের নভেম্বর মাসে ঢাকায় গিয়ে রাজধানীর পল্টনের একটি হোটেল এলাকা থেকে অপহরণ হয়েছিলেন। ওই সালের ১৯ নভেম্বর ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকার মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু গত ৬ বছরেও এ মামলার এখনো কোন রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।
কেশবপুরে বিএনপি নেতা আবু’র কবর জিয়ারত
Leave a comment