
কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে নুতন বছর ১ জানুয়ারি -২০২৪ বই উৎসব শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
এরই ধারাবাহিকতায় কেশবপুরে উপজেলায় নতুন বছরের বই উৎসবে ২৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ১৭ হাজার বই বিতরণ করা হয়েছে কেশবপুরে নতুন বছর বই উৎসবে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের ও ইবতেদায়ী দাখিলের এবং ১২ টি কল্ডার্স গার্ডেন সহ ২৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ১৭ হাজার ১২৫ টি বই বিতরণের করা হয়েছে।
১ লা জানুয়ারি-২০২৪ সোমবার বই উৎসবে এই নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো।
কেশবপুর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সুত্রে জানা গেছে উপজেলায় কিল্ডার্স গার্ডেন, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা হলো ২৮৮ টি। এর মধ্যে কিল্ডার্স গার্ডেন ১২ টি ,সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫৮ টি, মাধ্যমিক বিদ্যালয় ৬৭ টি ও ইবতেদায়ীসহ দাখিল মাদ্রাসা হলো ৫১ টি। প্রাথমিক বিদ্যালয়ের মোট বইয়ের চাহিদা ৮৮ হাজার ৫৯০। এর মধ্যে প্রথম শ্রেণীতে বইয়ের চাহিদা হলো ১৫০৯০, দ্বিতীয় শ্রেণিতে ১৫১৬০, তৃতীয় শ্রেণীতে ২৮৮৯০, চতুর্থ শ্রেণীতে ৪২৬৬০, পঞ্চম শ্রেণীতে ২৬৮৮০ ও প্রাক প্রাথমিকে বইয়ের চাহিদা হলো ৪৮৩৫ টি।
কেশবপুরে ৭ টি জুনিয়র সহ মাধ্যমিক বিদ্যালয় হলো ৬৭ টি এবং মোট বইয়ের সংখ্যা হলো ৩ লাখ ৬০ হাজার ৬৮৫। এরমধ্যে ৬ষ্ঠ শ্রেণীতে ৪৬ হাজার ২০০ , ৭ম শ্রেণিতে ৪২ হাজার ৯০০, ৮ম শ্রেণীতে ৫১ হাজার ৮২৫ ও ৯ম শ্রেণীতে ৫১ হাজার ৯১০।
কেশবপুরে ইবতেদায়ী দাখিল মাদ্রাসায় মোট বইয়ের সংখ্যা হলো ১ লাখ ৬৭ হাজার ৮৫০। এরমধ্যে ইবতেদায়ী প্রথম শ্রেণী ১২ হাজার ৬০০, ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীতে ১১ হাজার ১০০, ইবতেদায়ী তৃতীয় শ্রেণীতে ১৪ হাজার ৪০০, ইবতেদায়ী চতুর্থ শ্রেণীতে ১২ হাজার ৮০০, ইবতেদায়ী পজ্ঞম শ্রেনীতে ১৩ হাজার ৬০০, দাখিল ৬ষ্ট শ্রেণীতে ২৮ হাজার, দাখিল ৭ম শ্রেণীতে ২৫ হাজার ২০০, দাখিল ৮ম শ্রেণীতে ২৫ হাজার ৫০০ ও দাখিল ৯ম শ্রেণীতে বইয়ের সংখ্যা হলো ২৪ হাজার ৬৫০। আজ কেশবপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার হয়েছে।
এব্যাপারে কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুর রব এ প্রতিনিধি কে বলেন আজ ১ জানুয়ারি বই উৎসবে উপজেলার ১৫৮ টি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খাঁন বলেন,মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর সমস্ত বই পাওয়া গেছে। ৮ম ও ৯ম শ্রেণীর কিছু বই এখনো পাওয়া যায়নি। তবে আশা করা যায় অল্প দিনের মধ্যে বাকী সব বই পাওয়া যাবে আশা করা যাচ্ছে।