
আশরাফুজ্জামান, কেশবপুর : কেশবপুর উপজেলা বিশ্ব শিশু দিবসের ৫ম দিন ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০ টায় কেশবপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে”আমার কথা শোনো”শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কেশবপুর উপজেলা শিশু একাডেমির কর্মকর্তা বিমল কুন্ড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পথ শিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ ও বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র /ছাত্রীরা অংশ গ্রহণ করে এবং অনুষ্ঠান টি উপভোগ করে।