হারুনার রশীদ বুলবুল, কেশবপুর : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, নাসিম আক্তার সাদেক, কেশবপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুর উপজেলা কর্মকর্তা বিমল কুন্ড, কেশবপুর উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কেশবপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান গন, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা গন বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন আগত সকল অতিথি বৃন্দের কাছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বিজয় দিবসে কেশবপুরের আইন শৃঙ্খলা বিষয় গুরুত্ব দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত