কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৫ আগষ্ট সকাল ১১টা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে মিছিল টি শুরু করে বাজার প্রদক্ষিণ শেষে ত্রিমহিনী মোড়ে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে কেশবপুর উপজেলা ছাত্র সমন্বয়ক সম্রাট হোসেন, মাসফি চৌধুরী অরিন, মিরাজুল ইসলামসহ সমন্বয়কগণ চার দফা দাবির আদায়ের লক্ষ্যে বক্তব্য প্রদান করেন। বক্তরা খুনি হাসিনার বিচার সহ চার দফা দাবি সমূহ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ আরও বলেন বাংলাদেশে নৈরাজ্য, সন্ত্রাসী, অরাজকতা সৃষ্টি করলে তার কঠিন জবাব দেওয়া হবে।
কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ
Leave a comment