কেশবপুর(যশোর)প্রতিনিধি : কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ৯'হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ৬ এপ্রিল বিকেলে কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যবসায়ীকে ৯'হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলার পাঁজিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুদি ব্যবসায়ী শংকর দেবনাথকে ৫'হাজার টাকা জরিমানা,পৌর শহরের বাজারে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে সাকিব বস্ত্রালয়ের মালিক ফারুক হোসেনকে ২'হাজার টাকা ও ধানসিঁড়ি বস্ত্র নিপনীর মালিক মিঠুন সেনকে ২'হাজার টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত