
কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উদযাপন উপলক্ষে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ০৯ দিন ব্যাপি মধুমেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের আগমন ঘটে এজন্য মেলা প্রাঙ্গনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রাখতে জেলা প্রশাসক যশোর মহোদয় মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সহ অন্যান্য সদস্যদের নিয়ে ১৬ জানুয়ারি রোজ মঙ্গলবার ৩ ঘটিকায় সাগরদাঁড়ি মধু মঞ্চে সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি সার্কেল (কেশবপুর, মনিরামপুর) কাজী দাউদ হোসেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর হোসেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ মিজানুর রহমান, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাক্ষ মোঃ আসাদুজ্জামান,উপজেলা কৃষক অফিসার মাহমুদা আক্তার, উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক রাজীব চৌধুরী, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক আবু সালেহ মাসউদ হাসান, ইমরান হোসাইন সহ কেশবপুর উপজেলার সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।