কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, ভাষা আন্দোলনের উপর কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন সভাপতিত্ব করেন এবং একুশের ভাষা আন্দোলনের উপর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কেশবপুর উপজেলা শিশু একাডেমির শিশু কর্মকর্তা বিমল কুন্ড ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম,
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খাঁন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা আক্তার, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার প্রমুখ।
কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
Leave a comment