কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সরিষা চাষ আবাদের পাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।সরিষা চাষে লাভ জনক হওয়ায় কৃষকরা এ চাষে ঝুকে পড়েছে। বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ সকালে উপজেলার বিভিন্ন মাঠ সরেজমিনে গিয়ে দেখা গেছে মাঠের চারিদিকে সরিষার ফুল শেষ হয়ে লালছে বর্ণ ধারণ করেছে। আর কিছু দিনের মধ্যে কৃষক তার সরিষা ঘরে তুলবে । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার কেশবপুর উপজেলায় ১৫ হাজার ৩০ হেক্টর জমিতে সারিষার চাষ করেছে কৃষকরা। এর মধ্যে বারি ১৪,বারি ৯,বারি ১৭,বারি ১৮,তরি ৭,বিনা ৯ চাষ করেছে কৃষকরা।সরকারিভাবে এবার উপজেলায় চার হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা কোন ক্ষতি হয়নি । কেশবপুর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে অধিকাংশ গ্রামে কৃষকরা সারিষার আবাদ চাষ করেছে। প্রতি বিঘাতে ৬ মণ করে সরিষা হবে বলে কৃষকরা ধারণা করেছে। উপজেলার কেশবপুর পৌরসভা,১নং ত্রিমোহিনী
২নং সাগরদাঁড়ি,৩নং মজিদপুর,৪নং বিদ্যানন্দকাটি,৫নংমঙ্গলকোট,৬নং সদর,৭নং পাঁজিয়া,৮নং সুফলাকাটি,৯নং গৌরিঘোনা,১০নং সাতবাড়িয়া,১১নং হাসানপুর ইউনিয়ন জুড়ে এ সরিষার আবাদ হয়েছে। উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোঃ আবুবকর সিদ্দিক ও রবিউল ইসলাম
কাকিলাখালী গ্রামের আফজাল হোসেন প্রতাপপুর গ্রামের কামরুজ্জামান , পাঁজিয়া গ্রামের নিয়ামুল ইসলাম,কামরুল , বিধান দাস, সাতবাড়িয়া গ্রামের আব্দুর রহমান, আজিজুর রহমান, সহ অনেক কৃষকরা এ প্রতিনিধি কে জানান,গত বছরের তুলনায় এবছরে বৃষ্টির পানি কম থাকলেও সরিষা ফলন ভালো। বিঘাপ্রতি জমিতে ৭/৮ হাজার টাকা খরচ করে প্রায় ৬/৭ মণ সারিষা পাবে বলে তারা ধারণা করেছে।বাজারে সরিষার দামও ভালো পাওয়া যাবে।এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার জানান,এবার কেশবপুর উপজেলায় ২২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছে কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলনের দেখা দিয়েছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের মাঠের সরিষা সুন্দরভাবে কেটে ঘরে তুলতে পারবে।
কেশবপুরে সরিষা ফলন ভলো হওয়ায় কৃষকের মুখে হাসি
Leave a comment