কেশবপুর প্রতিনিধি : যশোর জেলার কেশবপুরে নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নবচেতনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি সাংবাদিক রাজীব চৌধুরীকে হত্যার হুমকি দিয়েছে কেশবপুর শহরের আলমগীর সিদ্দিকী টিটু। এ বিষয়ে কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী কেশবপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন যার নং-১৪২৭,তাং-৩০ /০৫/২০২৩।
ডায়েরী সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ ডিসেম্বর দুপুরে কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামকে হত্যার হুমকি দেয় আলমগীর সিদ্দিকী টিটু। সেই সম্পর্কিত নিউজ দৈনিক নবচেতনা পত্রিকায় প্রকাশের জেরে এবং মঙ্গলবার সাংবাদিক রাজীব চৌধুরী তার ফেসবুক ওয়ালে সাবেক ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলীকে মারপিটের ঘটনার বর্ণনা আপলোড করাতে আলমগীর সিদ্দিকী টিটু তাকে মেসেঞ্জারে খুন করার হুমকি দেয়। পূর্বেও আলমগীর সিদ্দিকী টিটু সাংবাদিক রাজীব চৌধুরীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। এছাড়া আরও জানা গেছে, মঙ্গলবার আলমগীর সিদ্দিকী টিটু সাংবাদিক রাজীব চৌধুরীকে হত্যার হুমকি দিলে সে ৯৯৯ এ ফোন দেয়। তৎক্ষণাৎ ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজান সাংবাদিক রাজীব চৌধুরীকে সাতবাড়িয়া বাজার থেকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেয়। বর্তমানে সাংবাদিক রাজীব চৌধুরীর পরিবার আতঙ্কে আছে। এ বিষয়ে আলমগীর সিদ্দিকী টিটুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।