কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক পরিচালিত ‘নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে প্রান্তিক জনগোষ্টি নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে ২৫ সদস্য বিশিষ্ঠ সিএসও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পৌর বাড়ি মালিক সমিতির কার্যালয়ে রিই'ব এর আয়োজনে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
এডভোকেট মিলন মিত্র এর সভাপতিত্বে ও হোপ প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটজ বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন ও রিই'ব এর কেশবপুর ব্রাঞ্চ ম্যানেজার খালিদ হাসান। এসময় তারা নারী,কিশোরি ও প্রান্তিক মানুষদের মানিবাধকার বিষয়ক আলোচনা করেন।
সভায় রিইব ও প্রকল্প পরিচিতি হোপ প্রকল্পের মানবাধিকার সুরক্ষা দলের কার্যাবলী তুলে ধরেন টেকনিক্যাল কোর্ডিনেটর মাহফুজা আক্তার বানু। সভায় সাংবাদিক,সমাজসেবক,শিক্ষক,আইনজীবী, দলিত প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। এ সময় সকলের সম্মতিতে ২৫ সদস্য বিশিষ্ঠ সিএসও আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হারুনার রশীদ বুলবুল, ,বিশিষ্ঠ উন্নয়ন কর্মী আকমল হোসেন,সাংবাদিক প্রদীপ কুমার মোদক মানিক,সাংবাদিক রাজীব চৌধুরী,এস আর সাঈদ
,সুফিয়া পারভিন শিখা,শাহনাজ পারভিন,বাসন্তি দাস,মুক্তি দাস,উজ্জ্বল দাস,সুজন দাসসহ প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত