
কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পাঁচারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু সাঈদ, শিক্ষিকা এসমোতারা খানম ও সাহারিনা জেসমিন ও সকল ছাত্র-ছাত্রীদের অবিভাবকরা। এছাড়া অনুষ্ঠানের শুরুতে কোমলবতী ছাত্র-ছাত্রী সকলকে আন্তরিক সালাম ও শুভেচছা দিয়ে পবিত্র আল-কোরআন ও গীতা পাঠ দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ কোমল মতি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড তোমারা দেশ ও জাতি গড়ার কারিগর ও তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের স্বপ্ন থাকতে হবে আকাশ ছোয়া আর সেই স্বপ্ন পূরণ করতে যা যা দরকার তোমরা তাই করবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, তোমার বিগত পাঁচটি বছর আমাদের মাঝে ছিলে আমাদের পক্ষ থেকে যত টুকু সম্ভব তোমাদেরকে পড়ালেখা শিখিয়েছি তোমাদের আদব কায়দা শিখিয়েছি আগামীতেও তোমরা ঠিক তেমনিভাবে শিক্ষকদের কথা এবং মা বাবার কথা মেনে চলবে তাহলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমরা ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা অনেক বড় হও।
অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণির বিদায়ী ছাত্র ছাত্রীরা শিক্ষকদের প্রত্যেককে একটি করে ফুলদানি গিফট দেন, এছাড়াও অপরদিকে পঞ্চম শ্রেণির বিধায় ছাত্র-ছাত্রীদের স্কুল ও ম্যানেজিং কমিটির পক্ষ হতে একটি মগ, ফাইল, হড বোড স্কেল কলম ও একটি রজনীগন্ধা ফুলের স্টিকার দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত