
আশরাফুজ্জামান, কেশবপুর : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক পর্যটন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১০টায় কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে রেলি শেষে কেশবপুর নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিশু কর্মকর্তা বিমল কুন্ড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সজীব সাহা, মহিলা বিষায়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এনায়েত হোসেন, সমবায় অফিসার নাসিমা আক্তার, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে বক্তৃতারা কেশবপুর উপজেলার পর্যটন শিল্প কে মিডিয়ার মাধ্যমে সকলের মাঝে তুলে ধরার আহবান জানান। কেশবপুর উপজেলার বিভিন্ন পর্যটন এলাকার মধ্যে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি, কবি ধিরাজ বসুর জন্ম স্থান পাঁজিয়া, কেশবপুর ঐতিহ্য কালো মুখ হুনুমান সহ অনেক দর্শনীয় স্থান দেখতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ যশোরের কেশবপুরে আসে।