
কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির পক্ষ থেকে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ হারুনার রশীদ বুলবুল, ওয়াজেদ খান ডব্লিউ, গোলাম ফারুক বাবু, আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মোঃ ইখতিয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান মিন্টু, শাহাজাহান হোসেন, আবু সালেহ মাসউদ হাসান, অনিমেষ সাহা, মোঃ সেলিম রেজা প্রমুখ। উল্লেখ্য, গত ১৬ জুন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির কমিটি গঠিত হয়।