
আশরাফুজ্জামান, কেশবপুর : কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষায়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় কেশবপুর নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, সাংবাদিক, মায়েরা, শিশুরা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা অনুষ্ঠানে বক্তৃতারা কন্যা শিশুদের নিয়ে মা বাবাদের মধ্যে বৈষম্য দুর করার উপর গুরুত্ব দেন। সভাপতি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন কন্যা শিশুরা আজ সব দিক দিয়ে এগিয়ে লেখা পড়া, চাকুরী ছেলেদের সাথে সমান তালে এগিয়ে চলেছে। আমাদের এখন যেটা প্রয়োজন কন্যা শিশুদের পুষ্টি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া পাশাপাশি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।