
কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর আসন্ন স্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন ভোটারের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা ৮১টি। কেশবপুর উপজেলার নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন নাম্বার- ৯০ যশোর -৬ কেশবপুর আসনে উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৯৯ হাজার ১৩ এবং মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে। কেশবপুর উপজেলা নির্বাচনী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, আসন্ন স্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ অবাদ ও নিরপেক্ষ ভাবে ভাবে ভোট গ্রহণ করতে ৮১টি ভোট কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এবং ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার সুষ্ঠ অবাদ ও নিরপেক্ষ ভাবে গ্রহণে বদ্ধ পরিকর।