
কেশবপুর প্রতিনিধি : যশোর জেলার কেশবপুর উপজেলার দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ২৫ জন গরীব অসহায় মেধাবী শিশুদের পরিবারের মাঝে সারা মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল। সংস্থা টি ২৫ জন গরীব অসহায় মেধাবী শিশুর পরিবারে এক মাসে যে খাদ্য সামগ্রী প্রয়োজন হয় সেই হিসাব করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকাল ১০ টায় এই অনুষ্ঠান শুরু হয়। সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল এই সকল শিশুদের নিয়ে কাজ করে ইতি মধ্যে সরকারের প্রাথমিক শিক্ষার উপর অনেক পদক প্রাপ্তি হয়েছেন। কেশবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অসহায় মেধাবী শিশুদের নিয়ে কাজ করে তিনি সরকারি প্রাথমিক শিক্ষার উপর ১৩ টি পদক পেয়েছেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপজেলা পর্যায ৫ টি জেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ৫টি এবং বিভাগীয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ৩টি। সংস্থার পক্ষ থেকে পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল যশোর জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের স্কুল থেকে ঝরে পড়ারোধ, শিশু স্বাস্থ্য সহ অসহায় মেধাবী শিশুদের নিয়ে কাজ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান বাবু, সহ-সভাপতি সোঃ জামিরুল ইসলাম সহ সংস্থার নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।