কেশবপুর প্রতিনিধি : যশােরর কেশবপুর এবছর নারী ও শিশুসহ ১২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে বর্তমানে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ জন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি ২০২৪ সালের জুন মাস থেকে ২১ নভেম্বর পর্যন্ত নারী, শিশুসহ মােট ১২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা সদর ভােগতি নরেদ্রপুর গ্রামের আব্দুল গফুর (৪৩) বায়সা গ্রামের বজলুর রহমান (৪৫) ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যেরা স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
কেশবপুর স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডাক্তার মোঃ আলমগীর হােসেন বলেন, চলতি বছর এপর্যন্ত নারী, শিশু ও পুরুষসহ মাট ১২৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় । এরমধ্যে ১২১ জন চিকিৎসার মাধ্যমে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩ জন এবং তারাও শংকামুক্ত।