
কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পানিতে ডুবে এক শিশু কন্যার হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসির সূত্রে জানা গেছে শনিবার ২৫ শে নভেম্বর দুপুরে কেশবপুর উপজেলা ৩নং মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ইসরাফিল সরদারের শিশু কন্যা ইশরাত জাহান (১৮ মাস) পানিতে ডুবে মারা গেছে। সে খেলার সাথিদের সাথে খেলা করার সময় সকলের অজান্তে ইসরাত জাহান বাড়ির পার্শে ডোবার পানিতে পড়ে যায়। অনেক সময় ধরে তার মা তাকে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তার মৃত লাশ উদ্ধার করে প্রতিবেশীরা। শিশু কন্যার মৃত্যুতে তার মা বাবা সহ প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।