
কেশবপুর প্রতিনিধি : যশোর জেলার কেশবপুরে কেশবপুর পৌর বাড়ির মালিক সমিতির তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে। মোঃ আশরাফুজ্জামানকে সভাপতি ও মোঃ রবিউল ইসলাম কে সাধারণ সম্পাদক করে মোট ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। ১৬ই জুন সন্ধ্যায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানিকভাবে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির নবগঠিত কমিটির ঘোষণা করা হয়। কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির নবগঠিত কমিটি গঠন অনুষ্ঠানে মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর বাড়ি মালিক দিলীপ, তবিবুর রহমান, আবু সাঈদ, আলাউদ্দিন প্রমুখ।