কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মানুষের ঢল। আন্দোলন কারী ছাত্র/ছাত্রীরা কেশবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমবেত হয় কেশবপুর ত্রিমোহিনী চত্বরে। আন্দোলনে যোগ দেন ছাত্র /ছাত্রী শিক্ষক জনতা তাদের নয় দফা দাবির পরিবর্তে এবার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে। একইসঙ্গে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের এ প্ল্যাটফর্ম।। ৩ আহষ্ট শনিবার বিকাল ৫ টায় কেশবপুর ত্রিমোহিনী চত্বরে এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘোষণা দেন। আজ সকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠান ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে।
কেশবপুর ত্রিনয়নী চত্বরে মানুষের ঢল নামে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করে।
এই সমাবেশ থেকে আন্দোলন কারীরা তাদের বক্তব্যে বলেন সরকার পতনের এক দফা দাবিতে রোববার আমরা অসহযোগ আন্দোলন করব। পাশাপাশি দেশের সর্বত্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি আলোকে কেশবপুর এই কর্মসূচি পালিত হবে এবং জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন শিক্ষক ছাত্র ছাত্রী সহ উপস্থিত বক্তাগন। তারা আরও বলেন এই ‘খুনি সরকারকে’ কোনোভাবে আর সমর্থন দেবেন না। যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, কোনোভাবে কারফিউ বা জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা বলে দিচ্ছি প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করার আন্দোলনে আমরাও অংশ গ্রহণ করবো।
কেশবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষের ঢল
Leave a comment