বিজ্ঞপ্তি : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্য সুরা নিশ্চিত করতে শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় উৎসাহিত করতে হবে। শুধুমাত্র গ্রন্থগত বিদ্যায় শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে তিনি স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি ক্রীড়াচর্চা ও সামাজিক জীবন সম্পর্কে শিশুদের অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে। সিটি মেয়র বুধবার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ কেসিসি’র নগর স্বাস্থ্য ভবনে ডাক্তার কর্তৃক শিার্থীদের স্বাস্থ্য পরীা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
আগামী ৫ থেকে ১১ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত মহানগরীর ১শ ৭৮টি মাধ্যমিক ও ১শ ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে ুদে ডাক্তার কর্তৃক শিার্থীদের স্বাস্থ্য পরীা কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন এস এম কামাল হোসেন, জেলা মাধ্যমিক শিা কর্মকর্তা বাবুল হাওলাদার, জেলা প্রাথমিক শিা কর্মকর্তা মো: জামাল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হক। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, কারোনা সংক্রমণকালীন সকলে একযোগে কাজ করে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করেছি। ঐক্যবদ্ধ থাকলে অনেক কঠিন কাজও সহজে সম্পন্ন করা যায় এটাই তার প্রমাণ। তিনি বলেন, এখন করোনার প্রকোপ না থাকলেও ধুলা-বালি, বিষাক্ত বায়ু থেকে রা পেতে প্রত্যেককে মাক্স ব্যবহার করা উচিত।
কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ সভায় উপস্থিত ছিলেন।