জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও শেষ চেয়ারম্যান এবং খুলনা ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো. সিরাজুল ইসলাম স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. হারুন-অর-রশীদ হাওলাদার। প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি কাজী এনায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলামের পুত্র শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শ. ম মোকাররম হোসেন। বক্তৃতা করেন প্রাক্তন অধ্যক্ষ্য জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ্য আওছাফুর রহমান ও অধ্যাপক সৈয়দ হুমায়ুন কবীর। দোয়া পরিচালনা করেন প্রাক্তন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত