জন্মভূমি রিপোর্ট : কেসিসির ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে হামলা গুলি বর্ষনের ঘটনায় মামলার প্রধান আসামী ও বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন (৫৫)কে আটক করেছে পুলিশ। এ সময় মামলার ২ নং আসামী শেখ ফরহাদ হোসেনের পুত্র শেখ অনিম (২৫) কেও আটক করা হয়।
খালিশপুর থানা পুলিশের একটি টিম নরসিংদী জেলার মাধবদী থানার একটি রিসোর্ট থেকে তাদের আটক করে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের সহয়তায় নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি পর্যটক রিসোর্ট থেকে শেখ ফরহাদ হোসেন ও শেখ অনিমকে আটক করা হয়েছে। গত ১৮ এপ্রিল পুর্বশত্রুতার জের ধরে কেসিসির ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে হামলা চালায় শেখ ফরহাদ হোসেনের নের্তৃত্বে একদল সন্ত্রাসী। হামলার সময় পিন্টুর বাসভবনের জানালা, দরজা কুপিয়ে ভাংচুর করা হয়। ওই ঘটনায় তিনজনকে কুপিয়ে আহত করাসহ পিন্টুর রুম লক্ষ করে সর্টগানের এক রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় সুলতান মাহমুদ পিন্টু বাদি হয়ে ২৩ জনকে আসামী করে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। শেখ ফরহাদ হোসেন ও শেখ অনিমসহ এই মামলায় মোট ১১ জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান। পিন্টুর বাসভবনে হামলাসহ পদ্মা, মেঘনা, যমুনা তিনটি তেল ডিপোতে অনৈতিক সুবিদা আদায়, অস্ত্র নিয়ে মহড়া ও কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগ শেখ ফরহাদ হোসেন গাঢাকা দিয়ে ছিলো।
কেসিসি’র সাবেক কাউন্সিলরের বাসভবনে হামলার ঘটনায় পিতা-পুত্র আটক
Leave a comment