বিজ্ঞপ্তি : দুর্নীতি ও দূষণমুক্ত মডেল সিটি গড়তে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। রোববার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
আব্দুল আউয়াল বলেন, ইশতেহারে সিটি কর্পোরেশনের সকল ক্ষেত্রে শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতি মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ, ভেজালমুক্ত খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি নগর উন্নয়ন বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। বিগত মেয়রদের দেয়া সব ওয়াদা-প্রতিশ্রুতি ও ঘোষিত নির্বাচনী ইশতেহার অকার্যকর ও অন্তঃসারশূন্য ফাঁকা বুলিতে পরিণত হয়েছে দাবি করে আব্দুল আউয়াল বলেন, আজ খুলনা সিটি বসবাসের অনুপোযোগী একটি সিটিতে পরিণত হতে চলেছে। শিল্পাঞ্চল খুলনা আজ ধ্বংসের দারপ্রান্তে।
ঘোষিত ইশতেহারে তিনি আরও বলেন, অশুভ কায়েমী স্বার্থবাদী সিন্ডিকেটকে অবশ্যই ভাঙতে হবে। নোংরা রাজনীতির প্রভাব-দৌরাত্ম থেকে খুলনা সিটিকে রক্ষা করতে হবে। জনজীবনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে হবে। নগরকে বসবাসোপযোগী শান্তির নগরীতে পরিনত করতে হবে। এর জন্য প্রয়োজন আমূল পরিবর্তনের। দরকার ব্যাপক সংস্কারের। প্রয়োজন সমন্বিত উদ্যোগের। প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, মোঃ নাসির উদ্দিন, মুফতী আমানুল্লাহ, ইমরান হুসাইন, হাফেজ আসাদুল্লাহ গালীব, শেখ হাসান ওবায়দুল করিম, হাসিব গোলদার, মুফতী শেখ আমিরুল ইসলাম, আবু গালিব, রবিউল ইসলাম তুষার, আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, মোঃ সাইফুল ইসলাম, মুহ. মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মাহাদী হাসান মুন্না, এস এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, মুফতি আব্দুর রহমান মিয়াজী ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইমরান হোসেন মিয়া, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
নির্বাচনী ইশতেহার সমূহ : ১. নাগরিক সেবা প্রদানে দশ দফা নীতিগত প্রস্তাবনা, ২. নগরীতে ন্যায়ের শাসনের সাথে নাগরিকসেবা প্রতিষ্ঠা, ৩. স্বাস্থ্যসেবার উন্নয়ন, ৪. শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, ৫. শিল্পাঞ্চল খালিশপুর পুনরুজ্জীবিতকরণ ও নতুন শিল্পাঞ্চল গঠন, ৬. জননিরাপত্তা নিশ্চিত করণ, ৭. নগর প্রশাসন সেবা ও বিশেষজ্ঞ টিম গঠন, ৮. কবরস্থান শ্মশানের উন্নয়নসহ সমাজসেবামূলক কার্যক্রম, ৯. আধুনিক প্রযুক্তিনির্ভর নগরী গঠন, ১০. দুর্নীতি সন্ত্রাস ও মাদক মুক্ত নগরী গঠন, ১১. কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত নগরী গঠন, ১২. বয়স্ক সেবা ও ভাতা প্রদান, ১৩. বিদ্যুতের সুব্যবস্থা, ১৪. বেকারত্ব নাগরিকত্ব, ১৫. মশক নিধন ও সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, ১৬. বেকারত্ব দারিদ্র্য বিমোচনে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ১৭. ক্রিয়া সংস্কৃতিক উন্নয়ন ও সুস্থ বিনোদনের ব্যবস্থা গ্রহণ, ১৮. সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়ন, ১৯. নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, ২০. সুপরিকল্পিত নগরী গঠন, ২১. মুক্তিযোদ্ধা ও গুণীজন নাগরিক সম্মাননা, ২২. সহজলভ্য ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ, ২৩. নিরাপদ সড়ক গঠন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ২৪. হোল্ডিং ট্যাক্স ও বাড়ি ভাড়া কমিয়ে নিয়ে আসা, ২৫. পানি ও পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহ, ২৬. মসজিদভিত্তিক সমাজ গঠন ও ধর্মীয় শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, ২৭. যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ২৮. ধর্মীয় রাজনৈতিক সম্প্রীতি গড়ে তোলা ও বিবিধ।